Type to search

নড়াইলে আন্তজার্তিক যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত

নড়াইল

নড়াইলে আন্তজার্তিক যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত

নড়াইল প্রতিনিধি
Green Skill For Youth ! Towards a Sustainable word. এই প্রতিপাদ্যকে
সামনে নিয়ে নড়াইলে নড়াইলে আন্তজার্তিক যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে
আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ আগস্ট বেলা ১২ টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও আর এইচ স্টেপ এর যৌথ
আয়োজনে যুব উন্নয়ন ভবনের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন
অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আর এইচ স্টেপ সদর
হাসপাতালের ক্লিনিক ম্যানেজার নিখিল কুমার বিশ্বাস, আর এইচ স্টেপ সদর
হাসপাতালের কাউন্সেলর শিরিন সুলতান, রত্না রায়,নড়াইল প্রেসক্লাবের সভাপতি
এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা,সাংবাদিক,যুব উন্নয়ন অধিদপ্তরের
কর্মকর্তা-কর্মচারিসহ প্রশিক্ষনার্থী প্রমূখ।
বিশেষ অতিথি বৃন্দরা বক্তব্যে আন্তর্জাতিক যুব দিবসের ব্যাখ্যা দিতে যেয়ে
বলেন বাংলাদেশের জনসংখ্যার ৪৫ ভাগের বেশি জনগোষ্ঠী ১০-৩৫ বছরের মধ্যে যা
আমাদের যুব সমাজের অন্তর্ভুক্ত। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনভাবেই
বাংলাদেশ নিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন এই
যুব সমাজের সবুজয়ান দক্ষতা হলো- একটি টেকসই এবং সম্পদ রক্ষণশীল সমাজে
বসবাস, বিকাশ এবং সমর্থন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান,ক্ষমতা,মূল্যবোধ এবং
মনোভাব। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা যা সবুজায়ন
প্রযুক্তি এবং প্রক্রিয়াগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করে। সবুজায়ন
প্রযুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-বায়ু পরিশোধন,শক্তির অপচয়
নিরন্ত্রন,জৈব জ্বালানি,পানি পরিশোধন,সৌরশক্তি,তরঙ্গ এবং জোয়ার শক্তি
ব্যবহার, ইকো যানবাহন,বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনরায় ব্যবহার ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যের পর আর এইচ স্টেপ ছোট্ট পরিসরে একটি কুইজ
প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে লটারি মাধ্যমে ১০ জনের হাতে তুলে দেওয়া
হয় যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন। ১০ জন
উত্তরদাতা সঠিকভাবে প্রশ্নের উত্তর প্রদান করেন এবং জেলা প্রশাসক মহোদয়ের
হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
সবশেষে সভাপতি মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে যথাযথ কারিগরি
শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে সবার
সবার সমাপ্তি ঘোষণা করেন।