সৈয়দপুরে আলুর দামে খুশি কৃষক ; সংরক্ষণ নিয়ে ঝামেলা

কৃষি বিভাগ জানায়, সৈয়দপুরে এবার সাগিতা, ডায়মন্ড, কার্ডিনাল, ক্যারেজ ও বারি জাতের আলুর আবাদ হয়েছে। এখন জেলায় পুরোদমে আলু তোলা শুরু হয়েছে। ফলনও মিলছে ভালো। আলু তোলার আগমুহূর্তে হালকা বৃষ্টি হয়েছিল। তবে দ্রুত ওই পানি সরে যাওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে স্থানীয় হিমাগারগুলোতে জায়গা না থাকায় আলু সংরক্ষণ নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

নর্দান কোল্ড স্টোরেজের মালিক বাদশা বলেন, সাধারণত হিমাগারে আলু রাখার জন্য অগ্রিম বুকিং দিতে হয়। পুরো হিমাগার বুকিং হয়ে গেছে। তাই নতুন করে আর কোনো আলু নেওয়া সম্ভব হচ্ছে না।