Type to search

যশোর-৪ আসনে এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন

অভয়নগর

যশোর-৪ আসনে এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন

নওয়াপাড়া অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে যশোর-৪ আসনে(অভয়নগর- বাঘারপাড়া ও বসুন্দিায়া ইউনিয়ন) আ.লীগ প্রার্থী এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৭৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো: জহুরুল হক পেয়েছেন ৯ হাজার ৪০৬ ভোট। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন।
নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিলেন। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী বতর্মান এমপি রণজিত কুমার রায়(ঈগল) ৪৮৬ ভোট, তৃণমুল বিএনপি থেকে এম শাব্বির আহম্মেদ(সোনালী আঁশ) ১ হাজার৬৩৬ ভোট,, ইসলামী ঐক্যজোট থেকে মো: ইউনাছ আলী(মিনার) ৪ হাজার ১৩৯ ভোট, ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে সুকৃতি কুমার মন্ডল (নোঙ্গর) ৪১৯ ভোট। অভয়নগর উপজেলার সহকারি রিটানিং অফিসার কেএম আবু নওশাদ বলেন, নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারেরা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন।