Type to search

প্রধানমন্ত্রীর আজকের উপহারের ঘরে ঈদ করবে চৌগাছার ৪৮ পরিবার

চৌগাছা

প্রধানমন্ত্রীর আজকের উপহারের ঘরে ঈদ করবে চৌগাছার ৪৮ পরিবার

,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছার ৪৮ ভূমি ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে পেল নিজের ঘর ও
জমির দলিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায়
তৈরি এই ঘর ও জমির দলিল দেওয়া হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর ও
জমির দলিল হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান
অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, সিংহঝূলী ইউপি চেয়ারম্যান হাবিব মল্লিক,স্বরুপদাহ ইউপি
চেয়ারম্যান নূরুল কদর,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

ঘর ও জমি পাওয়া পরিবারের পক্ষে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন উপজেলার স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা ময়না খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগি পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তৃতাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তৃতীয় পর্যায়ে চৌগাছার ৮৬টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এরমধ্যে হস্তান্তরযোগ্য ৪৮টি ঘরের মাধ্যমে আজ মাননীয় প্রধানমন্ত্রী উপজেলার সাথে কনফারেন্স করলেন। অনুষ্ঠান শেষে জমির দলিলসহ একটি করে ফোল্ডার ঘর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *