Type to search

যশোর জেনারেল হাসপাতাল থেকে ২ নারী চোর আটক

যশোর

যশোর জেনারেল হাসপাতাল থেকে ২ নারী চোর আটক

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেনারেল হাসপাতাল থেকে রোগীর স্বজনের নিকট থেকে কৌশলে মোবাইল ফোন চুরি করার সময় হাতেনাতে দুই নারী চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
আটককৃত চোরেরা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া (নাংলা) গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৫০) ও নাংলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম (৩৫)।

আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটার সময় হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের নাজমুল হাচানের স্ত্রী রাশিদা বেগম মামলায় জানিয়েছেন, আজ সকাল সাড়ে দশটায় সাত বছর বয়সের মেয়েকে ডাক্তার দেখানোর জন্য যশোর জেনারেল হাসপাতালে আসছিলেন তিনি। এসময় বর্হিবিভাগের সামনে লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় ওই দুই নারী চোর রাশিদার কাঁধে থাকা ভেনেটি ব্যাগের মধ্যে থেকে কৌশলে তার অপপো এড্রয়েড মোবাইল ফোনটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর গণধোলাই দিয়ে তাদের দুইজনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এসময় আটক দুইজনের কাছ থেকে চুরি করা মোবাইল ফোনসেটটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় রাশিদা বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।