মণিরামপুরে মানববন্ধনওবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জুয়েল রানা : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনী আয়িশা. (রাঃ) কে কটুক্তি করায় মণিরামপুরে মানববন্ধনওবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনী আয়িশা. (রাঃ) কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধনওবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর মণিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ভারতের এই ঘটনা বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চরম মূল্য দিতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, সৌদী আরব, ওমান, বাহরাইন, জর্ডান, লিবিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরানসহ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালেও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এ প্রতিবাদে ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন , মাওলানা ইব্রাহিম সাহেব শিক্ষক মাছনা মাদ্রাসা , মাওলানা মাসুদুর রহমান শিক্ষক কদমবাড়িয়া মাদ্রাসা, মাওলানা মাহমুদ সাহেব ইমান মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা ইয়ামিন সাহেব মুহতামিম ইলাহী বকস মাদ্রাসা মণিরামপুর, হাফেজ মোঃআঃ খালেক, হাফেজ শাওন, সিদ্দিকুর রহমান, মোঃ ইবাদুল ইসলাম( মনু) ,মোঃ নুর নবী মিন্টু, মোঃ ফয়সাল হোসেন, মোঃ রাসেল, মোঃ রানা, মোঃ সবুজ, ,সোহান,হাবিব, মুক্তা দিন, রওজন, সুমন, জালাল হোসেন, হাবিবুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ,