Type to search

চৌগাছায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত

জাতীয়

চৌগাছায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার( বাংলা ১ লা পহেলা বৈশাখ/১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও বৈশাখের গানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের উপর এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী , সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল কদর এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, শিক্ষা অফিসার মোস্তাফিজ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, এ বি সি ডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ উপজেলা বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন দপ্তরের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন। বৈশাখী মঞ্চে ১ দিন ব্যাপী বৈশাখি মেলা অনুষ্ঠিত হয়।