নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। নদীর তীরভূম দখল করে গড়ে তোলা একটি গরুর খামার উচ্ছেদ করা হয়।
পরে কেরানীগঞ্জের চর ওয়াশপুরে বেশ কিছু কাচাপাকা স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির ঢাকা বন্দরের যুগ্ম-পরিচালক গেলজার আলী।
সূত্র, DBC বাংলা