Type to search

চৌগাছায় ২৩ মৎস্যচাষী পেল উপকরণ

চৌগাছা

চৌগাছায় ২৩ মৎস্যচাষী পেল উপকরণ

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় সিআইজি চাষীদের মাঝে বিনামূল্যে প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন গ্রামের ২৩ মৎস্য খামারীকে এই উপকরণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা মৎস্য\অফিসার হরিদাস দেবনাথ, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, সৌমিক রায়, হারুন অর রশীদ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস দেবনাথ বলেন, ঘঅঞচ-২ প্রকল্পের প্রতিচাষীকে ৫ হাজার পিস করে শিং মাছের পোনা, ১২০ কেজি করে মাছের খাবার (স্টাটার-১, নারিশ) ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।