Type to search

তালতলা মোড় বেজপাড়া – শংকরপুর এলাকার বাসিন্দারা রোজার আগে সুপেয় সাপ্লাই পানি প্রদান দাবীতে পৌর মেয়রের নিকট স্মারক লিপি

যশোর

তালতলা মোড় বেজপাড়া – শংকরপুর এলাকার বাসিন্দারা রোজার আগে সুপেয় সাপ্লাই পানি প্রদান দাবীতে পৌর মেয়রের নিকট স্মারক লিপি

আজ দুপুর ১২ টায় যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ডের তালতলা মোড় বেজপাড়া – শংকরপুর এলাকার বাসিন্দারা রোজার আগে সুপেয় সাপ্লাই এর পানি স্বাভাবিক সরবরাহ করার, চোপদার পাড়া সড়ক অবিলম্বে সংস্কার ও সড়কটি রেল লাইন ক্রস করিয়ে টার্মিনালের সাথে সংযোগ প্রদান, কবরখানা সড়ক ও শহীদ মাহফুজ সড়ক সহ বাই লেন সমুহ দ্রুত সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দাবীতে পৌর মেয়রের নিকট স্মারক লিপি প্রদান করে। এলাকাবাসী বলেন, রোজার আগে সুপেয় সাপ্লাই এর পানি না দিলে ২ এপ্রিল ১০ রোজায় বিকাল ৫-৩০ এ পৌর দফতরে অবস্থান ও রোজা ভাঙার ঘোষনা দেন।
পৌর মেয়র জনাব হায়দার গনি খান পলাশ বলেন, পানির লেয়ার নেমে যাওয়ায় গোটা পৌরবাসী পানি সংকটে আছে। ১/২ সপ্তাহের মাঝে কয়েকটি সাবমার্সেল দিয়ে পানি সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, চোপদার পাড়া সড়ক, জমাদার পাড়া সড়কের টেন্ডার দ্রুত সময়ের মাঝে হবে। অন্যান্য সমস্যা সমাধান পর্যায়ক্রমে করা হবে।
স্মারক লিপি প্রদানের সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলার শেখ মফিজুর রহমান হিমু, সাবেক পুলিশ কর্মকর্তা মফিজুল হক সিদ্দিক, শুকুর আলি, নাসির আহম্মেদ সেফার্ড, তসলিমুর রহমান, সেলিম হাওলাদার, জাফর শেখ, মওলানা মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, মাসুদুজ্জামান তুহিন, আনারুল কবির সোহেল, কামাল হাসান পলাশ, এস এম কামাল, রেজাউল ইসলাম প্রমুখ।