Type to search

বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তির স্ত্রী নড়াইল-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন নিয়েছেন

নড়াইল

বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তির স্ত্রী নড়াইল-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন নিয়েছেন

নড়াইল প্রতিনিধি:::

নড়াইল-১ আসনে (কালিয়া-নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন। এদিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পর কালিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা (কালিয়া) রুনু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এ পর্যন্ত নড়াইলের ২টি আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৪ জন। নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কবিরুল হকের স্ত্রী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, সিকদার মো. শাহাদাত হোসেন এবং জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন- মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা লতিফুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, নূর ইসলাম (স্বতন্ত্র)।