Type to search

পাটকেলঘাটায় ঘর সংস্করের সামর্থ্য না থাকায় মানবেতর জীবনযাপন করছেন নজরুল ইসলাম 

সাতক্ষীরা

পাটকেলঘাটায় ঘর সংস্করের সামর্থ্য না থাকায় মানবেতর জীবনযাপন করছেন নজরুল ইসলাম 

 সাতক্ষীরা প্রতিনিধি।
পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের ভুমিহীন নজরুল ইসলামের ঘর সংস্করের সামর্থ্য
না থাকায়  স্ত্রী সন্তান নিয়ে  ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করছেন।
রাস্তার পাশে  আবর্যনার স্তুপ বা বাজার  গ্রাম ঘুড়ে কাগজ পলিথিন প্লাষ্টিকের বতল কুড়িয়ে সন্ধায় বাজারে বিক্রি করে। স্ত্রী সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য জীবন সংগ্রামের লড়ায় চালিয়ে যাচ্ছেন।
 তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের পুরাতন  বাজার সংলগ্ন সাবোর আলী দালালের পুএ,(৪৪)নজরুল ইসলাম।
সরজমিনে গিয়ে দেখা গেছে,সরকারের দেওয়া ৫ শতক ১ পয়েন জমির উপর প্রায় ৪০ বছর পুর্বে  অসহায় নজরুলের বাবার নির্মান করা মাটির তৈরী  দেওয়ালের  ভাঙ্গা ঝুপড়ি ঘড়ে স্ত্রী  দুই সন্তান নিয়ে  দুরবিসহ জীবন অতিবাহিত করছেন। ঘরটির উপরের টালির  ছাওনি ভেঙ্গে পড়ায় টাকার অভাবে মেরামত করতে পারছেন না। ঝড় বৃষ্টিতে মাটির দেয়াল ধসে যে কোন মুহুত্তে ঘটতে পারে প্রানহানী এদিকে তার দারিদ্র্যতার সুজোগে পাসওয়ালী জমির মালিকরা, তার বসত ভিটার ১শতকের বেশি জমি তিন  পাশ থেকে  একটু একটু করে দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। । হতদরিদ্র নজরুল ইসলাম,এর জন্য এলাকার শুশিল সমাজ জেলা প্রশাশক ও এলাকার জনপ্রতি নিধিদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া একটি নতুন ঘর পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।