নড়াইলে সিরাজুল ইসলাম খান স্বরণসভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সিরাজুল ইসলাম খান স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনে স্¦রণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
জাসদের জেলা সভাপতি অ্যাডভোকেট এএফএম হেমায়েৎ উল্লাহ হিরুর সভাপতিত্বে স্¦রণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিরাজুল ইসলাম খান ফাউনেন্ডশনের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার ফারাহ খান। জাসদের জেলা সেক্রেটারি সৈয়দ আরিফুল ইসলাম পান্তুর সঞ্চালনায় স্বরণসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ ফজলুর রহমান মুরাদ,জাসদ নড়াইল পৌর কমিটির সেক্রেটারি মোসলেম ্উদ্দিন নান্নু,অ্যাডভোকেট এসএ মতিন প্রমূখ।
বক্তারা বলেন, রহস্যময় দাদা ভাই সিরাজুল ইসলাম খান স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন-সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক মেরুকরণের অন্যতম নিয়ামক শক্তি। তিনি যেভাবে চেয়েছেন, যা করতে চেয়েছেন, তাই করেননি,করিয়েছেন। তিনি আমাদের নেতার নেতা, মহান নেতা, তাত্ত্¦িক নেতা’। রহস্যময় জীবনযাপন তাকে রহস্য মানবে পরিণত করেছে। যতটা তাকে জানা যায়, অজানা থাকে তার চেয়ে বহুগুণ বেশি।তাঁর কর্ম ও চিন্তা চেতনাকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তরা।