Type to search

নড়াইলে বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

নড়াইল

নড়াইলে বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ বাজারের বিভিন্ন গলির দোকান গুলোতে বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণ চলছিল। শালনগর ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদের লিফলেট বিতরনে বাধা দেয়। এসময় বিএনপি নেতা কর্মীদের সাথে রনির কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। পরে রনি কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর) সকালে উপজেলার মন্ডলবাগ বাজারে শালনগর ইউপির ৫ নং ওয়ার্ডে বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সাবলু মোল্যা, সালাউদ্দিন, তানভীরসহ ২০/২৫ জন বিএনপি’র নেতা কর্মী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদের কে বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির কর্মীরা রনিকে কিল, ঘুসি, চড় থাপ্পড় মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পরে আহত রনির সংবাদ শুনে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও লোহাগড়া উপজেলার যুবলীগ সভাপতি আশরাফুল আলম, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওমীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না,শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কেরামত মোল্যা আহত রনিকে লোহাগড়া হাসপাতালে দেখতে যান।

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।