Type to search

নড়াইলে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত-১৫

নড়াইল

নড়াইলে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত-১৫

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার তুলারামপুরে ও লোহাগড়া উপজেলার এড়েন্দায় পৃথক সড়ক
দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে নড়াইল-লোহাগড়া-যশোর
সড়কে দূর্ঘটনা দুটি ঘটে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: মেহেদেী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নড়াইল-যশোর
সড়কের সদর উপজেলার তুলারামপুর পেট্রোল পাম্পের সন্নিকটে ঢাকা থেকে ছেড়ে
আসা সাতক্ষীরা গামী এসপি গোল্ডেন লাইন পরিবহণ নামের একটি যাত্রীবাহী
বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী ট্রলির সংঘর্ষ হয়। এতে বাসে
থাকা দুই নারীসহ কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মে: মাসুদ রানা জানান,খবর পেয়ে
ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে
আসে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত যশোর সদর উপজেলার মালঞ্চি
গ্রামের আজিজুর রহমান, তাঁর স্ত্রী সেলিনা বেগম, মেয়ে নাজনিন খানম ও
শার্শার তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু পাসপাতালে পাঠানো
হয়েছে।
অপর দূর্ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা নামক
স্থানে।শুক্রবার সকাল ১০টার দিকে নড়াইল এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি
বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও
ট্রাকের চালকসহ ৫ জন আহত হয়েছেন।আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান আরও
জানান,দূর্ঘটনা কবলিত বাস দুটি, ট্রাকও ট্রলি জব্দ করা হয়েছে। গাড়ির
চালকসহ ষ্টাফরা পালিয়ে গেছেন।