Type to search

নাটোরে পাগলির রাখা বস্তায় টাকা! 

জাতীয়

নাটোরে পাগলির রাখা বস্তায় টাকা! 

অপরাজেয়বাংলা ডেক্স : নাটোরের বনপাড়া বাজারে পাবনা বাসস্ট্যান্ডের পাশে একটি টাকার বস্তা পাওয়া গেছে।

রোববার (৩০মে) সন্ধায় বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে গেলে বস্তাটি পরে থাকতে দেখে।

বনপাড়া পৌড় মেয়র জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো এক পাগলি বেশ কিছুদিন ধরে বনপাড়া বাজারে অবস্থান করছিলো। সেখানে তার সাথে একটি বস্তা দেখা যেত। গত ৩ দিন যাবৎ সেই পাগলিকে দেখা যাচ্ছে না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাস্তায় পাওয়া টাকার বস্তাটি তারই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, রোববার (৩০মে) বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে টাকার বস্তা পরে থাকতে দেখে। পরে তারা বস্তাটি পৌরসভায় নিয়ে আসে। সেখানে বস্তা খুলে দেখা যায় সেই বস্তা ভর্তি খুচরা টাকার কয়েন ও নোট। সেগুলে গুনে ১৬ হাজার ২০৯ টাকা পাওয়া গেছে। টাকাগুলো কোথায় রাখা হবে তা এখনো ঠিক করা হয়নি।সূত্র, বার্তা২৪.কম