Type to search

নড়াইলের এক রেল কর্মচারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নড়াইল

নড়াইলের এক রেল কর্মচারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  1. নড়াইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে রবিউল ইসলাম রবি (৫০) নামের রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহত রবি নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার হাবিবুর রহমান মোল্যার ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকারের বরাত দিয়ে নিহতের বড় ভাই চায়ের দোকানী আলম মোল্যা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। রেলওয়ের কর্মচারী রবিউল ইসলাম রবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলম মোল্যা স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। এ সময় আখাউড়া রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, শনিবার রাতেই রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে রবিবার (২১ জানুয়ারি) রাতে নিহতের মরদেহ লোহাগড়া পৌসভার রাজুপুর এলাকায় পৌঁছাবে বলে তিনি জানান।