Type to search

মসজিদ নয়, ব্যাটারী চালিত ভ্যান,রিক্সা ও ইজিবাইকই লোডশেডিং এর অন্যতম কারণ

জেলার সংবাদ

মসজিদ নয়, ব্যাটারী চালিত ভ্যান,রিক্সা ও ইজিবাইকই লোডশেডিং এর অন্যতম কারণ

মসজিদ নয়, ব্যাটারী চালিত,বিদ্যুৎ খেকো, ভ্যান,রিক্সা ও ইজিবাইকই লোডশেডিং এর অন্যতম কারণ

বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট  বাংলাদেশের  প্রধান  আলোচনার অন্যতম বিষয় বস্তু হয়ে দাড়িয়েছে। তার  পর সরকারের এক দায়িত্ম প্রাপ্ত ,মন্ত্রীর  অতি  উৎসাহী  বেফাঁস  মন্তব্যে  আগুনে ঘি ঢেলে  আলোচনা, বা সমালোচনাকে  সংসদ  ভবন থেকে  চায়ের  দোকানে ও ঝড় তুলেছে। সরকারি দল থেকে  বিরোধী  রাজনৈতিক নেতারাও কম বেশি  মন্তব্যে সোচ্চার  রয়েছে।   যে কেউ  যে নীতিতে বিশ্বাস করেন না কেন , এটা সবার স্বীকার করতে হবে আওয়ামী  শাসনের সবচেয়ে  বড় সাফল্য বা অর্জন  হলো  বিদ্যুৎ খাত। অতি অল্প  সময়ে  রেকর্ড  পরিমাণ  বিদ্যুৎ  উৎপাদন সত্যি ঈর্ষনীয় বিষয়।  তাহলে  প্রশ্ন  জাগতে  পারে  তাহলে  এ বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এর  কারণ কি? যারা এ বিষয়ে  জানে তারা বুঝবেন,  বহির্বিশ্বে যুদ্ধবিগ্রহের কারণে  আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদন উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে , দেশে অর্থনৈতিক  সক্ষমতা বৃদ্ধির জন্য  পূর্ব সতর্কতা মূলক ব্যাবস্হা গ্রহণের জন্য  এ নির্দেশ  সময়  উপযোগী বলে  অনেকে  মনে করেন। তার  পর  ও কথা  থেকে  যায়। সরকারের  কিছু  মন্ত্রী ও আমলাদের  হঠকারী সিদ্ধান্তের ফলে  সরকারের  অনেক  অর্জন   সমালোচিত হয়ে যায়। খবরে  প্রকাশ  বিদ্যুৎ খেকো, ব্যাটারীচালিত ভ্যান,রিক্সা, অটোবাইক বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ।  সারা বাংলাদেশের বিভিন্ন, থানা, উপজেলাসহ রাজধানীতে কয়েক  লাখ  ভ্যান,রিকশা, অটো বাইক দাপিয়ে বেড়াচ্ছে।   রাতের  বেশির ভাগ  সময়  বিভিন্ন  গ্যারেজ,বাসাবাড়িতে  অবৈধ  বিদ্যুৎ  সংযোগ  দিয়ে চার্জ দিয়ে  থাকে,  এসব অবৈধ  বিদ্যুৎ সংযোগ  রোধ করতে পারলে  বিদ্যুতে কৃচ্ছ্রসাধনে সফলতা আসবে, নচেৎ সরকারের  কোন   সিদ্ধান্তই কাজে  আসবেনা, তাই  মসজিদ নয়, সরকারের  বিভিন্ন  দপ্তর, আমলাদের বিলাসবহুল  গাড়ি, বাড়ি সহ উল্লেখিত বিষয়ে  নজর  দেওয়া  প্রয়োজন  বলে  সবাই মনে করেন।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *