Type to search

নওয়াপাড়া রেল বসতির শিশুদের মধ্যে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর

নওয়াপাড়া রেল বসতির শিশুদের মধ্যে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

নওয়াপাড়া(যশোর)প্রতিনিধি
উদীচী অভয়নগর শাখার উপদেষ্টা ও আবু কাজেম উন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি: আরশাদ পারভেজ বলেছেন, ক্ষুদা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অবহেলিত শিশুদের মানব সম্পদে পরিণত করতে হবে। গতকাল রবিবার দুপুরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে পথপাঠশালা-৩ এর সুবিধা বঞ্চিত রেল বাসিন্দা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস,সাংবাদিক রকিবুল ইসলাম রুবেল,যুবলীগ নেতা আব্দুল মুকিত মোল্যা,রফিকুল ইসলাম। ইঞ্জি: আরশাদ পারভেজ আগামীতে বসতি এলাকার উন্নয়নে এবং শিক্ষার্থীদের বিনা মূল্যে আর্ট শেখার স্কুল চালু করার ঘোষণা দেন এবং অভিভাবক ও অভিভাবিকাদের সাথে মত বিনিময় করেন। শিশুরা পরে ভাল মানুষ হওয়ার শপথ গ্রহণ করেন।