Type to search

দলিত নারীদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতারণ

চৌগাছা

দলিত নারীদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় দিলত নারীদের বাড়ির আঙ্গিনায়ে সবজি চাষ কর্মসূচির প্রশিক্ষণ প্রদান ও কৃষি উপকরণ বিতারণ করা হয়েছে। রবিবার বিকাল ৩ টার সময় উপজেলা কৃষি অফিস সভাকক্ষ সহযোগিতায় নাগরিক উদ্যেগ ও অশ্রুমোচন দুস্থ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র৷ বিমোচন
ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের অধিনে প্রশিক্ষন ও কৃষি উপকরণ বিতারণ প্রশিক্ষণ অনুষ্ঠানে অশ্রুমোচন দুস্থ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুপালী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশ্রুমোচন সংস্থার নির্বাহী পরিচালক সুভা রানী বাড়ৈ,বি ডি ই আর এমের উপদেষ্টা শ্যামল দত্ত, অশ্রুমোচন সংস্থার প্রোগ্রামার অফিসার নাসির উদ্দীন, কোর্ডিনেটর সুমিত্রা সরকার। মহিলা কৃষাণীদের প্রশিক্ষণ দেন উপ-সহকারী কৃষি অফিসার বুলবুলী সুলতানা। এ সময় ১০ জন দলিত নারী তারা প্রত্যেকে কৃষি উপকরণ হিসাবে কাজী,পাশনী ঘিরার জন্য নেট জাল ও লাল শাক,পালন শাক, ধনেপাতা , বেগুন, লাউ ও মরিচের বীজ সহ জৈব সার পান তারা হলেন স্বপ্না রানী,সমুত্রা রানী, পূর্ণিমা রানী, পদ্মারানী বিশ্বাস, সীতা রানী, শিলা রানী, মমোতা রানী, সারতী রানী, রিতা রানী,স্বপ্না রানী দাস।