Type to search

চৌগাছা

চৌগাছায় যুবলীগের মতবিনিময় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য আনোয়ার হোসেন।
বুধবার দুপুরে চৌগাছা পৌরসভার সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ কালো রাত্রি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী পালন নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিছুর রহমান, আহবায়ক কমিটির সদস্য চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, আসিফ ইকবাল ভুট্টো, নিতাই সরকার, প্রভাষক খালেদুর রহমান টিটো, প্রভাষক হারুন অর রশিদ, দেওয়ান আনিছুর রহমান, আজাদ রহমান খান, হাশেম আলী, নূর মোহাম্মদ, এম শাহিন, আশাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু হয়েছে।

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ট্রাকের সাথে আলমসাধুর ধাক্কায় আছর উদ্দিন (৩৫) নামে আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে মামা বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিভাইন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আছর উদ্দিন নিজের আলমসাধু চালিয়ে যশোর থেকে চৌগাছা হয়ে গ্রামে যাবার পথে ডিভাইন সেন্টারের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্রæত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেবার পথে সলুয়া বাজারে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বুধবার সকালে হাজরাখানা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।