Type to search

চৌগাছায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চৌগাছা

চৌগাছায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ (Synchronize Cultivation) ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে আবাদযোগ্য কোনো জমি যেন খালি পড়ে না থাকে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় জমির পরিমান স্বল্প। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে প্রতি বছরে চারবার শস্য আবাদ করা যায়। এসব প্রযুক্তির ব্যবহার থাকলে দেশে শ্রমিক সংকট সমস্যাটিও নিরসন করা যাবে।” এসময় তিনি বলেন, কৃষি প্রযুক্তি ব্যবহারের এই আধুনিকতা অব্যহত রাখলে একদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে,অন্যদিকে খাদ্যের দিক থেকে জনগন স্বয়ংসম্পূর্ণ থাকবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর ডিএই এর উপপরিচালক কৃষিবিদ ড. সুশান্ত কুমার তরফদার, যশোর ও খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা আবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আনিসুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক। অনুষ্ঠানের শুরুতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০বিঘা জমিতে হাইব্রীড জাতের চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস অধিকারী,বিশ্বজিৎ রায় সহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।