Type to search

চৌগাছায় পূজামন্ডপ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন

চৌগাছা

চৌগাছায় পূজামন্ডপ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় শারদীয় দূর্গা পূজার বিজয় দশমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। এসময় তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। কুমিল্লায় যে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চালানো হয়েছে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বেলা ১১টায় তিনি প্রথমে সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর সাহাপাড়া রাধাবল্লভ মন্দির পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে চৌগাছা শহরের কালিতলা সর্বজনীন কালি মন্দির, ঋষিপাড়া রাজেশ^রী মন্দির, নিরিবিলিপাড়া দূর্গা মন্দির, তারনিবাস কালি মন্দির, পাশাপোল ইউয়িনের রাণিয়ালী দূর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় তাঁর সাথে ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আছাদুল হক, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ, ঝিকরগাছা উপঝেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সেলিম রেজা, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সহসভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, সদস্য আশরাফুল ইসলাম, সদস্য ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতলেব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, রাণিয়ালী দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিশ^জিৎ বিশ^াস প্রমুখ।