Type to search

১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্যবিধি

১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অপরাজেয়বাংলা ডেক্স গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮৩ জন। এর মধ্যে ঢাকাতে ১৩২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি  হয়েছেন ৫১ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৯১২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯২৪ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম