Type to search

চৌগাছায় নৌকা বিজয়ের লক্ষ্যে আ.লীগের জনসভা অনুষ্ঠিত 

চৌগাছা

চৌগাছায় নৌকা বিজয়ের লক্ষ্যে আ.লীগের জনসভা অনুষ্ঠিত 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জানুয়ারী) উপজেলার চৌগাছা সরকারি শাহাদত পাইলট স্কুল মাঠে আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

এসময় তিনি বলেন, “আমি একজন ডাক্তার। সেদিক থেকে আমার হাত সেবকের হাত। আমি জনপ্রতিনিধি হিসেবে সারাজীবন আপনাদেরকে সেবা দিতে চাই।” প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “নৌকা আমাদের আশা-আকাঙ্খার প্রতীক। এই আসনে ২৬জন যখন আমরা মনোনোয়ন দৌড়ে ছিলাম তখন সবাই বলেছিলাম নৌকা যার আমরা তার। এখন তাদের মধ্যেই একজন নৌকার বিরুদ্ধে গিয়ে ভোট করছেন। নৌকার বিরুদ্ধে ভোট করে কোনো লাভ হবেনা।”

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, সদস্য মোস্তফা আশীষ দেবু, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আইন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কামাল হোসেন, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,   উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসান রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।