Type to search

চৌগাছায় প্রণোদনার পেয়াজ বীজ-সার বিতরণ

চৌগাছা

চৌগাছায় প্রণোদনার পেয়াজ বীজ-সার বিতরণ

চৌগাছা (যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় প্রেণোদনার আওতায় খরিপ-২ গৃষ্মকালীণ পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কৃষি অফিসের সভাকক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার অধিকারী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের প্রত্যেককে ১কেজি করে গৃষ্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার, ১০০ গ্রাম কীটনাশক, ২০গজ পলি ও ২৫০গ্রাম সুতালি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার বিশ^াস, আমিনুর রহমান, সাইফুল ইসলাম, মুক্তার হোসেন, তরিকুল ইসলাম,চাদঁ মিয়া, বিশ^জিৎ রায়,সাইফুল রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।