Type to search

চৌগাছায় গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু

চৌগাছা

চৌগাছায় গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় গাছ কাটতে মেহগনি গাছে উঠে ডালের আঘাতে অসুস্থ হয়ে আলমগীর হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণসাগর গ্রামের জনৈক মুনছুর মেম্বারের মেহগনি বাগানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলমগীর হোসেন তাঁর সাথের অন্য শ্রমিকদের সাথে সোমবার সকাল থেকে জগদীশপুর ইউনিয়নের দক্ষিণসাগর গ্রামের জনৈক মুনছুর মেম্বারের মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুর আনুমানিক একটা ২০ মিনিটের দিকে একটি মেহগনি গাছে উঠে গাছের ডাল কাটছিলেন তিনি। এসময় কেটে দেয়া একটি মেহগনির ডাল ছিটকে আলমগীরের বুকে লাগে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দুপুর একটা ৪০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে একটা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।