Type to search

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

যশোর

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ওই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় মধু সড়কের (স্বর্ণপট্টি) দত্ত স্টোরে মূল্য তালিকা না থাকার কারণে মালিক বিশ্বজিৎ দত্তকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযানে এএসএইচকে সাদেক সড়কের জনতা স্টোরে একই অপরাধে মালিক তাপস সেনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে হাসপাতাল সড়কে সুমন স্টোরের মালিক অলোক সাহাকে অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় কাগজপত্র ছাড়াই গুড়া দুধ বিক্রির জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।