Type to search

খুলনায় দলিত সমাবেশ অনুষ্ঠিত

চৌগাছা

খুলনায় দলিত সমাবেশ অনুষ্ঠিত

 

শ্যামল দত্ত, খুলনা থেকে ফিরেঃ

“আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের শক্তি” এই স্লোগান সামনে রেখে খুলনার রুপসায় বিভাগীয় দলিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সি এস এস আভা সেন্টার রুপসায় জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ ও জাতীয় সংসদে বৈষম্য বিল -২০২২ অবিলম্বে পাশ করতে হবে। দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের সরকারি খাস জমি বরাদ্দ দিতে হবে।সরকারি বিশ্ববিদ্যালয় দলিত জনগোষ্ঠীর কোটায় ভর্তি
ও বিনা খরচে পড়াশোনা সুযোগ করে দিতে হবে। দলিত জনগোষ্ঠীর প্রত্যেক শিক্ষার্থীর উপবৃত্তি ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরির বিশেষ কোটা বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে হবে। এসকল বিভিন্ন দাবি নিয়ে আলোচনা সভায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বিভিতোষ রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষণ মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোবিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,কেন্দ্রীয় হরিজোন জনগোষ্ঠী ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ললিত কুমার ঢাকা সুপ্রীম কোট এ্যাডভোকেট উৎপল বিস্বাস, এছাড়া উপস্থিত ছিলেন কেন্দীয় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সহ-সভাপতি জয়ন্ত রানী বিশ্বাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রি, যশোর জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি শ্যামল দত্ত সহ বি ই আর এমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।