Type to search

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কেশবপুর

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:  যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যশোর -৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, কেশবপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজারুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৭ মার্চের ভাষনের ওপর আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। উপজেলা নর্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, দোরমুটিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালন করা হয়েছে।