Type to search

কেশবপুরে এবার উপজেলা ভূমি কার্যালয়ে চুরি। একের পর এক চুরি, ছিনতাই এর ঘটনায় জনমনে বিরাজ করছে আতংক

কেশবপুর

কেশবপুরে এবার উপজেলা ভূমি কার্যালয়ে চুরি। একের পর এক চুরি, ছিনতাই এর ঘটনায় জনমনে বিরাজ করছে আতংক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে এবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এছাড়া গত বৃহস্পতিবার রাতে শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে ।
সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত ৭ থেকে ৮ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, অফিসের কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক  বিদূষ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এছাড়া গত বৃহস্পতিবার ভোর রাতে শহরের ৫টি দোকান থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির চেষ্টা চলেছে।
উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে, ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছে।
শহরের খাদ্য গুদামের সামনে লাল্টুর দোকান, বাড়িতে চুরি হয়েছে বলে দোকান মালিক লাল্টু জানান। শহরের ভিগো শো-রুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শো-রুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।
শহরের বিভিন্ন দোকানে, বাসাবাড়িতে চুরি , অনন্ত সড়কে ছিনতাই সংঘটিত হওয়ায় পৌরবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।