Type to search

কতোটা ভালোবাসি, তুমি জানো?

সাহিত্য

কতোটা ভালোবাসি, তুমি জানো?

বিলাল মাহিনী
বুকের ভিতর আহত শব্দগুলো হামাগুড়ি দিয়ে ছুটে যায় একটু মায়ার খোঁজে
পাজোর ভেঙ্গে বেরিয়ে আসে হৃদযন্ত্র
শুধুই তোমার পরশ পেতে
সারাদিনের না বলা কথাগুলো ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়ে থাকে তোমার শিয়রে
এই অক্ষিযুগল কতো-টা মুগ্ধতা নিয়ে
খুঁজে বেড়ায় তোমায়, তা কি তুমি জানো?
কতো-টা আক্ষেপ নিয়ে ম্রিয়মাণ হয়ে পড়ে থাকে অবশ দেহখানা, তা কি তুমি অনুভব করতে পারো?
না, আর কিচ্ছু না, শুধু-
দুপুরের রোদ আর গোধূলি বিকেল
ছোয়ার আগে তোমাকে চাই,
সন্ধ্যা-রাত্রি নামার আগে-
তোমার কাঁধে মাথা রেখে, আলতো জড়িয়ে ধরে বলতে চাই-
‘তোমায় খুব খুব মিস করি সারা দিন সারা রাত্রি…’
সব বিষাদ-অবসাদ, মানসিক যাতণা
তোমাকে জড়িয়ে ধরে ভুলতে চাই,
অনেকটা পথ, অনেকটা বছর, অনেকটা যুগ-
তোমার সাথে হাঁটতে চাই, তোমার হাতটা ধরে রাখতে চাই, যেভাবে সাগর-নদী ধরে রাখে তার বুকে অজস্র জল, ঠিক সেভাবে ;
হুম, তোমাকে, তোমাকেই চাই ‘স্মৃতি’;
তোমাকেই চাই,
এখনো তোমায়ই ভালোবাসি ‘স্মৃতি’।