Type to search

মহামারিতে বিশ্বে অপুষ্টি ও খাদ্য পরিস্থিতির আরো অবনতি: জাতিসংঘ

আন্তর্জাতিক

মহামারিতে বিশ্বে অপুষ্টি ও খাদ্য পরিস্থিতির আরো অবনতি: জাতিসংঘ

অপরাজেয়বাংলা ডেক্স: গত বছর বিশ্বে ক্ষুধা ও অপুষ্টি সমস্যা অস্বাভাবিক অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এজন্য করোনা মহামারিকে দায়ী করেছে সংস্থাটি।

এর আগে, পাঁচ বছর অপরিবর্তিত থাকার পর গত বছর অপুষ্টির শিকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটির বেশি। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। এশিয়াতেই এই সংখ্যা ৪১ কোটির বেশি। মহামারি চলতে থাকলে ভবিষ্যতে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশাল এই জনগোষ্ঠীকে ক্ষুধামুক্ত করতে এক যুগেরও বেশি সময় প্রয়োজন। মহামারি শুরুর পর খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মিলিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সূত্র. ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *