Type to search

অভয়নগরে বয়লার বিষ্ফোরণে চাতাল শ্রমিকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেল

অভয়নগর

অভয়নগরে বয়লার বিষ্ফোরণে চাতাল শ্রমিকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেল

নওয়াপাড়া অফিস: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় বিসমিল্লাহ রাইস মিলের বয়লার বিষ্ফোরণে চাতাল শ্রমিক শরিফুল ইসলাম(২৬) এর দেহ ছিন্ন বিছিন্ন হয়ে মারা গেছেন। সোমবার রাত সাড়ে নয়টায় এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শিদের কয়েকজন জানান, বিকট শব্দে সেমি অটো ওই রাইস মিলের বয়লারটি বিষ্ফোরণ হয়। শরিফুল ইসলাম এসময় বয়লারের পাশে কাজ করছিলো। বয়লার বিষ্ফোরণে তার একটি হাত উপড়ে দুইশত ফুট দূরে ছিটকে পড়ে। বুকের ওপর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। এ ছাড়া আশপাশের বাড়ি ঘরের চাল উড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ছুটে এসে লাশের খন্ড অংশ কুুড়িয়ে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাথা নিখোঁজ ছিলো। নিহত শরিফুল ইসলাম যশোর পোলের হাট গ্রামের ছাত্তার মোল্যার ছেলে। তিনি স্থানীয় জগনাথপুর গ্রামে বিবাহ করে শ^শুর বাড়িতে বসবাস করতেন। তার শ^াশুরের নাম গফ্ফার গোলদার।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান বলেন, অদক্ষ লোক দিয়ে বয়লার চালানোর কারনে এ বিষ্ফোরণ ঘটতে পারে। তিনি আরো বলেন আমি খবর পেয়ে ঘটনা স্থালে ছুটে এসে বিচ্ছিন্ন লাশ উদ্ধার করি।