Type to search

অভয়নগরে নওয়াপাড়া পৌর মেয়র কাপের  ফাইনালে শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

খেলাধুলা

অভয়নগরে নওয়াপাড়া পৌর মেয়র কাপের  ফাইনালে শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

খেলাকে এগিয়ে নিতে আমি সবসময় পাশে থাকব – নওয়াপাড়াতে এনামুল হক বাবুল এমপি
 প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া অভয়নগর প্রতিনিধি-অভয়নগরে নওয়াপাড়া পৌর মেয়র কাপের  ফাইনালে শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
 যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি খেলাকে এগিয়ে নিতে সবসময় আপনাদের পাশে থাকব। অভয়নগরে একটি স্টেডিয়াম দরকার। স্টেডিয়ামের আন্দোলনে আপনারাও আমার সাথে থাকবেন। কেননা খেলাধূলা যুব সমাজকে ধ্বংসের হাত থাকে রক্ষা করে। উপরোক্ত কথাগুলো  বলেন,৯ ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল।  যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাই ব্রেকারে ( ৯-৮) গোলে বিজয়ী  হয়ে চ্যাম্পিয়ন  হয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ । নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতায় এবং আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায়  ৯ ই ফেব্রুয়ারি শুক্রবার   বিকাল ৩ টায় নওয়াপাড়া  শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খুলনা শেখ কামাল স্মৃতি সংসদ  বনাম রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ।  উভয় দলেই বিদেশী খেলোয়াড়সহ দেশের নামকরা খেলোয়াড় অংশগ্রহণ করে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্নভাবে খেলাটি মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটে শেখ কামালের ৯ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় কেসি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয়। প্রথমার্ধের ২১ মিনিটে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় লিয়ন একটি  গোল করে দলকে (১-১) গোলে  সমতায় আনে। ২৬ মিনিটে ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় কেসি আরো একটি গোল করে খুলনাকে (২-১) গোলে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধের ২ মিনিট বাকী থাকতে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড়  সোহান  আরও একটি গোল করে আবারও সমতা ফিরিয়ে আনে।
নির্ধারিত সময়ে কোনো দল গোল বিজয়ী না হওয়ায় খেলা ট্রাই ব্রেকারে গড়ায়।টাই ব্রেকারে খুলনা কামাল স্মৃতি সংসদ (৯-৮) গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় চ্যাম্পিয়ন দল খুলনা শেখ কামাল স্মৃতি সংসদকে প্রাইজমানি হিসাবে ১ লক্ষ টাকা এবং রানার্স দল রাজবাড়ী জেলা ফুটবল একাদশকে ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।
খেলায় শেখ কামাল স্মৃতি সংসদের গোলরক্ষককে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,খলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম,  অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ,  নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত,  সহকারী কমিশনার( ভুমি) থান্দার কামরুজ্জামান,আফিল গ্রুপের প্রতিনিধি রাকিবুল ইসলাম ,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের  সভাপতি রফিকুল ইসলাম,নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন,  চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান, আলহাজ্ব নাজমুল হক খোকন,ব্যাংকার শামীম হোসেন, শ্রমিক নেতা সৈয়দ মনোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
খেলাটি দক্ষ হাতে পরিচালনা করেন জসিম আকতার,সুমন বিশ্বাস, ফেরদৌস হাসান, ইব্রাহিম হোসেন।
ধারাভাষ্যে ছিলেন ভীমচন্দ্র দে, সমীর কুমার বিশ্বাস, বাদশা ও ইসরাফিল।