অভয়নগরে নিহত কৃষকদল নেতা তরিকুলের জানাযায় গণমানুষের ঢল

অভয়নগরে নিহত কৃষকদল নেতা তরিকুলের জানাযায় গণমানুষের ঢল
নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের নামাজে জানাযা শুক্রবার আসরবাদ তার নিজ গ্রাম ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় যশোর, খুলনা ও মনিরাপুর থেকে দলীয় নের্তৃবৃন্দ ছুটে আসেন। এ ছাড়া স্থানীয় আশপাশের গ্রাম থেকে হাজার হাজার জনতা জানাযায় শরীক হওয়ার জন্য আসেন।
জানাযায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় নেতা আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী টি এস আইয়ূব হোসেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাজী ডবলু,পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারন সম্পাদক রেজাইল করিম মোল্যা, বিএনপি জেলা নেতা মশিয়ার রহমান মশি, মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ। জানাযা সমাবেশে থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। দলীয় কর্ম সূচির মধ্যে রয়েছে শনিবার সকাল সাড়ে ১০ টায় নওয়াপাড়া বাজারে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল। এছাড়া ওই দিন সকাল দশটায় নেতাকর্মীদের নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে সমবেত হওয়ার আহবান করেন। এছাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয় – শনিবার দুপুর একটা পর্যন্ত নওয়াপাড়া বাজারে কর্মবিরতি পালন ও পরে দোয়া মাহফিল।
কৃষক দল নেতা তরিকুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে পিন্টু বিশ^াসের ঘরে মধ্যে ডেকে নিয়ে সন্ত্রাসীরা গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও ছুরি দিয়ে ৩২টি কোপ দিয়ে নৃসংশ ভাবে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে তিনজন কে আটক করেছে।