Type to search

নড়াইলে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের উদ্বোধন বিনামূল্যে ২শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা

নড়াইল

নড়াইলে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের উদ্বোধন বিনামূল্যে ২শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বেসরকারি উদ্যোগে ‘দৃষ্টিকোন’ নামে একটি চক্ষু হাসপাতাল উদ্বোধন
করা হয়েছে। ১৬ জুন(শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে চক্ষু
হাসপালের (জেলা শিল্পকলা একাডেমির পশ্চিমপাশে) উদ্বোধন করেন। এসময় নড়াইল
প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের
স্বত্বাধিকারি ডাঃ নজরুল ইসলাম, ডাক্তার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে বিশিষ্ট সমাজ সেবক শেখ
মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের
সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
চক্ষু হাসপাতালের স্বত্বাধীকারি ডাঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোসের
সহধর্মিনী নমিতা বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ শাহজাহান সিরাজ প্রমূখ।
উদ্বোধনী দিনে বিনামূল্যে দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে
ব্যবস্থাপত্র পদান করা হয়েছে। চোখের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষাসহ মাত্র
দুই শ’ (২০০/-) টাকা ফিসে আগামী ২০ জুন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখা হবে। এ ছাড়া জাপানের ফ্যাকো মেশিনের
সাহায্যে চোখের অপারেশন করা হবে  বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নড়াইলে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের ৪র্থ শাখা স্থাপন করা হলো।
এর আগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের ১ম
শাখা, গোপালগঞ্জ জেলার মকসুদপুরে ২য় শাখা এবং নড়াইল জেলার লোহাগড়া
উপজেলায় ৩য় শাখা স্থাপন করা হয়েছে।