যশোর কেশবপুরের পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোরের কেশবপুরে পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জাকাউল্লাহ-বনান্তর ট্রেডিং লিঃ, চাঁচড়া, যশোর এর প্রকল্পে বাস্তবায়িত।শুক্রবার (১৮ এপ্রিল-২৫) সকালে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় কেশবপুর পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন-এর শুভ উদ্বোধন করেন,কেশবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি হাজী রুহুল কুদ্দুস, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি-সহ কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীমহল। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মার্কেটের উন্নয়নের জন্য দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।