Type to search

নওয়াপাড়ায় নৌযান শ্রমিকের ১১ দফা দাবিতে মিছিল সমাবেশ

অন্যান্য

নওয়াপাড়ায় নৌযান শ্রমিকের ১১ দফা দাবিতে মিছিল সমাবেশ

ষ্টাফ রিপোটার: বেতন ভাতা বৃদ্ধি, নৌ পথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকার মতো নওয়াপাড়া নৌ বন্দরে ও নৌযান শ্রমিক এর ধর্মঘাট চলছে। ধর্মঘাটের কবলে বন্ধ রয়েছ পণ্যবাহী তিনশতাধিক নৌযান। ঐ সব নৌযানে তিন হাজার নয় শত শ্রমিক বেকার হয়ে পড়েছে । ঘটে লোড আনলোড বন্ধ থাকায় প্রায় ২৫ হাজার হ্যন্ডেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছে দেশের বৃহত্তম সার কয়লার মোকামে বেচাকেনায় ভাটা পড়েছে মালকদেির সাথে বৈঠকে সমাধান না আসা । অভয়নগর নৌযান শ্রমিক ফেডারেশন। নওয়াপাড়া বিআইডব্লিটিএ ঘাট এলাকায়। বুধবার বিকালে যশোর খুলনা মহাসড়কে মিছিল করেন মিছিল শেষে । নওয়পাড়া বাসষ্টান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।ফথ সভায় ব্ক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ান সংঘ এর যশের জেলার সভাপতি আশুতোষ বিশ^াস ,জাতীয় গণতান্ত্রীক ফ্রন্ট এর সাধারন সম্পদক হাফিজুর রহমান , কৃষক সংগ্রাম সমিতির সাংগঠানিক সম্পদক সমিরন বিশ^াস, বাংলাদেশ নৌযান ফেডারেশনের অভয়নগর শাখার সদস্য সচিব নিয়ামুল ইসলাম রিকো ,বাংলাদেশ নৌযান ফেডারেশনের নেতা জসিম মাষ্টার, হানিফ মাষ্টার , সিরাজ ড্রাইভার প্রমুখ।