Type to search

চৌগাছায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

চৌগাছা

চৌগাছায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

চৌগাছায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে। ৯ এপ্রিল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মশ্যমপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রিক্তা মশ্যমপুর গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। এঘটনার পর থেকে নিহতের স্বামী রোকনুজ্জামান, রোকনুজ্জামানের বড় স্ত্রী বিলকিচ বেগম এবং তার সন্তানেরা পালাতক রয়েছে।

স্থানীয়রা জানান, পাশর্^বর্তী গদাধারপুর গ্রামের সিংগাপুর প্রবাসি আজিজুর রহমানের স্ত্রী ছিল রিক্তা বেগম। সেখানে তার ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। ৬ মাস পূর্বে  ৪ সন্তানের পিতা ট্রাক চালক রোকনুজ্জামানের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করে তারা। বিয়ের পরে রোকন, দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একসাথে সংসার করছিলেন। রোকনের চার ছেলের মধ্যে বড় ছেলে সিংগাপুর প্রবাসি। রোকনের দ্বিতীয় স্ত্রীর জন্য একটি পৃথক বাড়ি নির্মান কাজও চলছে।

ঘটনার দিন সকালে বাড়ির সকলে যার যার কাজে বের হয়ে যায়। বেলা ৯ টার দিকে একজন প্রতিবেশি তাদের বাড়িতে গিয়ে দেখেন তাদের বসত ঘরের বারান্দায় রিক্তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। রিক্তার পাসেই তার গোসলের ভিজে কাপড়ও পড়ে থাকতে দেখেন তারা। এসময় তার ডাক চিৎকারে অন্যরা এগিয়ে এসে পুলিশের খবর দেয়। এঘটনার পরে রিক্তার সতীন বিলকিচ বেগম, স্বামী রোকন ও তার ছেলেরা পালতক রয়েছে।

খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করতে পুলিশ ও পিবিআই যৌথভাবে কাজ করছে।

উল্লেখ্য ২০০১ সালের ২২ মার্চ তারিখে রোকনুজ্জামানের পিতা বশির উদ্দীনও মাডার হয়।