Type to search

অভয়নগরে হরি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ

অপরাধ

অভয়নগরে হরি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের কুদলা পূর্বপাড়া বকুলতলা হরি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, শুক্রবার রাতে হরি মন্দিরের জানালা ভেঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করে দূবৃত্তরা। এরপর একটি কার্তিক মূর্তি ও স্বরসতি মূর্তি ও পূজা সরঞ্জাম ভাংচুর করে পালিয়ে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা দেখে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে কোদলা বকুলতলা হরি মন্দিরের দায়িত্বে থাকা মনি মোহন হালদার জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা আমাদের মন্দিরের জানালা ভেঙে মন্দিরে থাকা প্রতিমা ভাংচুর করে চলে যায়। এদিকে মন্দিরে থাকা প্রতিমা ভাংচুরের খবর শুনে সেখানে ছুটে যান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ শাফিয়া খানম, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন, অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সনজিত।

ঘটনা বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত মাকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। অতি দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।