ঝিকরগাছার বজ্রপাতে অভয়নগরের যুবক নিহত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার বজ্রপাতে অভয়নগরের তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার কামাল হোসেন ব্যাপারীর ছেলে।
নিহতের চাচা জাহিদুল ইসলাম ব্যাপারী যায়, ১৫/২০ দিন আগে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নেরর নবীবনগরে তার নানা বাড়ি বেড়াতে যায়। বুধবার প্রথম প্রহরে আকাশ মেঘলা ছিলো। সে ভোরে নাভারণ ইউনিয়নেরর নবীবনগর গ্রামে অবস্থান করার সময় আচমকা বজ্রপাতে এ ঘটনা ঘটেছে। তুহিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের পরিবারের সকল সদস্যরা সকলে নবীনগরে গেছে। তার এই করুন মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছি না।