অভয়নগরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার: অভয়নগরে বালির ড্যাম্প থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম ফরিদ গাজী(১৯) পিতা মৃত হাফিজ উদ্দীন গাজী, মাতা আম্বিয়া বেগম। তিনি উপজেলা পরিষদ এলাকার গুয়াখোলা শাহী বস্তির বাসিন্দা। লাশের পরিচয় শনাক্ত করার পর আজ সোমবার সকাল ১১ টায় ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রবিবার দুপুর ২ টার সময় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিন দেয়াপাড়া গ্রামে কিছু শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এসময় তারা পাশেই বালির ডিপোর ওপর এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪ টার সময় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে লাশের আঙ্গুলের ছাপ শন্ক্ত করণ করে এন আইডি কার্ডেও মাধ্যমে পরিচয় শনাক্ত হয়।