Type to search

বেশ বাংলাদেশ

সাহিত্য

বেশ বাংলাদেশ

বিলাল মাহিনী
ভালোবাসি পৌষ মেলা দিঘির মেলা,
মাইকেল মধুমেলা আরও কতো  মেলা।
ভালোবাসি দলবেঁধে কানামাছি খেলা,
আরও ভালোবাসি মোর
প্রিয় ছেলেবেলা।
ভালোবাসি ভৈরবের
সারি সারি নাও,
সবুজের মাঝে লাল, সিংগাড়ী গাও।
ভালোবাসি শিশির ভেজা
ফুল ও ঘাস,
দখিন জানালা ছোঁয়া  ভোরের বাতাস।
ভালোবাসি মাঘের রোদ
ফাগুনের কোকিল,
সাদা সাদা বক ভরা ডাকাতির বিল।
ভালোবাসি জাম, কাঁচা পাকা আম,
মাঠ ভরা সবুজ আর ছায়া ঢাকা গ্রাম।
ভালোবাসি ঢাক-ঢোল রাখালের বাঁশি,
পূর্ণিমা নিশি জাগা চাঁদের হাসি।
ভালোবাসি বাঁকা খাল সোনালী ধান,
মাঠ ভরা হলুদ আর জারি-সারি গান।
ভালোবাসি শরৎ আকাশ  জোনাকি, তারা,
বাংলার ফুল-পাখি
শীতের পাতা ঝরা।
ভালোবাসি নদীর চর বিহঙ্গ চিল,
গায়ের কুঁড়েঘর আকাশের নীল।
ভালোবাসি কচি পাতা নিশির শিশির,
ভৈরবের জল আর রূপসার তীর।
ভালোবাসি বাঁশঝাড় সুপারি গাছ
নদী নালা, খাল বিল পুকুরের মাছ।
ভালোবাসি মিনারের
ভেসে আসা সুর,
পুবাকাশে ফুটে ওঠা
রবি মাখা নূর।
ভালবাসি বাংলা
প্রিয় বাংলাদেশ,
লাল সবুজ হাসে
বেশ বেশ বেশ।