Type to search

চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা

ঝিকরগাছা

চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা।
সোমবার বিকেল পাঁচটায় শহরের সিটিপ্লাজা মার্কেটের দোতলায় প্রেসক্লাব চৌগাছার অস্থায়ী কার্যালয়ে এসে এই ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আবুল বাসার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম নীরব, ত্রাণ বিষয়ক সম্পাদ দেলোয়ার হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক শরিদ রহমান, সাংগঠনিক সম্পাদক তানজিল উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুর রহিম, মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাত দুটি ফুলের তোড়া দিয়ে প্রেসক্লাব চৌগাছার নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
এসময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক এমএ রহিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, আজিজুর রহমান, রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের মিষ্টি মুখ করান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গত শনিবার (৭জানুয়ারী) উপজেলার হাকিমপুর ইউনিয়নের কালু মিয়ার বাগানবাড়িতে ক্লাবের বার্ষিক বনভোজন শেষে সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভায় ক্লাব সদস্যদের সর্বসম্মতিতে প্রেসক্লাব চৌগাছার নতুন কমিটি গঠন করা হয়।