উল্লাস করতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছ। তিনি ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।