যশোরে ইজিবাইক নিয়ে পালানোর সময় দু যুবক গ্রেফতার

অনলাইন ডেক্স: যশোর শহরের বেজপাড়া মেইন রোড থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় দু’ যুবককে আটক করেছে র্যাব। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। এ ঘটনায় ইজিবাইকের মালিক শহরের মুড়লি এলাকার জহুরুল ইসলামের ছেলে রিপন হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।
আটক দু’জন হচ্ছেন, ঘোপ জেল রোডের কুইন্স হসপিটালের সামনের কামালের বাড়ির ভাড়াটিয়া খোকন গাজীর ছেলে বিল্লাল হোসেন ও চাঁচড়া রায়পাড়া আর কে মিশন রোডের চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া জাফর মোল্লার ছেলে নয়ন মোল্লা।
রিপন হোসেন কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি একটি ব্যাটারিবিহীন পুরানো ইজিবাইক ঠেলে শহর থেকে মুড়লির দিকে নিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বেজপাড়া মেইন রোডে পৌঁছালে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তখন রাস্তার পাশে ইজিবাইকটি রেখে তিনি একটি দোকানে বসে চা পান করছিলেন। ওইসময় ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে র্যাব-৬ যশোর ক্যাম্পের কাছে অভিযোগ দিলে তারা দু’জনকে আটক করে।
আটক দু’জন হচ্ছেন, ঘোপ জেল রোডের কুইন্স হসপিটালের সামনের কামালের বাড়ির ভাড়াটিয়া খোকন গাজীর ছেলে বিল্লাল হোসেন ও চাঁচড়া রায়পাড়া আর কে মিশন রোডের চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া জাফর মোল্লার ছেলে নয়ন মোল্লা।
রিপন হোসেন কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি একটি ব্যাটারিবিহীন পুরানো ইজিবাইক ঠেলে শহর থেকে মুড়লির দিকে নিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বেজপাড়া মেইন রোডে পৌঁছালে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তখন রাস্তার পাশে ইজিবাইকটি রেখে তিনি একটি দোকানে বসে চা পান করছিলেন। ওইসময় ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে র্যাব-৬ যশোর ক্যাম্পের কাছে অভিযোগ দিলে তারা দু’জনকে আটক করে।