Type to search

নওয়াপাড়া ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গনসংযোগ ও মাক্স বিতরণ

অভয়নগর

নওয়াপাড়া ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গনসংযোগ ও মাক্স বিতরণ

 

স্টাফ রির্পোটার : নির্বাচন তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনযত ঘনিয়ে আসছে নির্বাচনীর প্রভাত ততো নিকটে আসছে। নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বারবার নির্বাচিত কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস ব্রীজ প্রতীক নিয়ে গনসংযোগ ও মাক্স বিতরণ করেছেন। শুক্রবার সকালে ৬নং ওয়ার্ড প্রফেসর পাড়ার মোড় সহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও মাক্স বিতরণ করেন।
কাউন্সিলর প্রার্থী লুৎফর রহমান বিশ্বাস নৌকা ও ব্রীজ প্রতীকে ভোট দিতে সবাইকে অনুরোধ করে বলেন, ৬নং ওয়ার্ড বাসীর উন্নয়নে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ চাই। আমি কথায় নয়, কর্মে বিশ্বাসী। ৬নং ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ আপনাদেরকে সাথে নিয়ে করব। এছাড়াও অবহেলিত নারী ও পুরুষের সম্মান ফিরিয়ে দেওয়া পাশাপাশি কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই। যাতে করে আগামী নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান আকুঞ্জী সাধারণ সম্পাদক কৃষকলীগ নওয়াপাড়া, কায়জার উদ্দিন আকুঞ্জী, হাবিবুর রহমান বজলু, জোহর আলী সরদার, সওকত হোসেন, নূর ইসলাম হাওলাদার, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম , আমির আলী সরদার, ওমর আলী বিশ্বাস, জয়নুল হাওলাদার, জুয়েল গাজী, মনিরুল ইসলাম, বিপুল মন্ডল, মোহাম্মদ আলী, শিল্পী স্বাধীন সহ ৬নং ওয়ার্ডবাসী ।