Type to search

সাংবাদিক দিনুকে স্বপরিবারে হত্যার হুমকিঃ অভয়নগর ইউনিটি’র তীব্র প্রতিবাদ

যশোর

সাংবাদিক দিনুকে স্বপরিবারে হত্যার হুমকিঃ অভয়নগর ইউনিটি’র তীব্র প্রতিবাদ

 

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদের বাড়ি-ঘরে হামলা ও তাকে স্বপরিবারে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনের অভয়নগর ইউনিট।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট প্রধান কামরুল ইসলাম ও অভয়নগর প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল বলেন, ঝুমঝুমপুর নিরিবিলি এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত শুক্রবার বিকেলে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীরা সাংবাদিক দিনু’র বাড়ি-ঘরে হামলা ও তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়। নেতৃদ্বয় বলেন, সাহসী সাংবাদিক নেতা শেখ দিনু আহমেদের কিছু হলে সাংবাদিকরা চুপ করে বসে থাকবে না। ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে। নেতৃদ্বয় অবিলম্বে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের চহ্নিতি করে গ্রেফতারের দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি