Type to search

পৃথিবী এমন-ই

সাহিত্য

পৃথিবী এমন-ই

বিলাল মাহিনী
পৃথিবীটা এমন-ই
এখানে কেউ কারো না
শুধু সময়ের পিছে ছুটে চলা…
এখানে সবকিছুই আপনার-আমার মতো করে হবে না,
কিছু কিছু সিদ্ধান্ত উপর থেকে নির্ধারণ করা থাকবে!
ইচ্ছেয় হোক; আর অনিচ্ছেয়,
মেনে নিতে হবে তার সবটুকু।
এখানে গলগল করে-
বিষাদ গিলতে হয়
বিবেকের দংশনে মরে কত-শত
সুখের শাবক, কেউ কি খোঁজ রাখে তার?
একটু আবডাল পেলে-
মুহূর্তে ভুলে যায় প্রেমিকের স্বাদ
অবলীলায় গা ভাসায় নতুন মদের দরিয়ায়
রঙ বদলে ফেলে ধোঁকাবাজ মন
আঘাতে আঘাতে পিষে ফেলে প্রতীক্ষায় রত দেয়াল।
এটাই পৃথিবী!
এখানে তোমাকে ভালোবাসার তেমন কেউ নেই
এই যে সমীহ করে, মাঝে মধ্যে শ্রদ্ধা করে তোমায়, তা নিতান্তই লোক দেখানো, দায়সারা গোছের
শুধু বিপদে পড়ে দেখো, কাউকে পাবে না পাশে,
আসলে তোমার ছায়াশুন্য রাজপথ, উঠোন-আঙিনা, মেঠোপথে
তুমিশুন্য ঘর-বিছানা-
চাঁদের জোছনা, হিমেল প্রভাত বা মিষ্টি বিকেল
এসবেই শান্তি পায় তোমার প্রিয়তমা
তোমার স্বপ্ন সাধনা!